আগামীকাল চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৯ বছর পূর্তি উৎসব : অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: ‘আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও’ এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল শুক্রবার ৩ ফেব্রুয়ারি ২০১৭ ঐতিহ্যবাহী সংগঠন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৯ বছর পূর্তি উৎসব পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় সাহিত্য পরিষদ চত্বরে বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বর্ষপূর্তি উৎসবে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ আয়োজিত বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সকল লেখিয়ে, সাহিত্যানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিকে ৩ ফেব্রুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এক প্রেসবিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ২০১৬’র বিজয়ীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করেছেন পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

Comments (0)
Add Comment