আহাদ আলী মোল্লা
আইন কানুন থোড়ায় কেয়ার
কার সাথে কার গোপন পেয়ার
মাঠ কাটছে ঘাট কাটছে
শহর বাজার হাট কাটছে
ফসল বাগান ক্ষেত কি খামার
রোডের পাশও কাটা;
যেথায় সেথায় উঠছে গড়ে
অবৈধ ইটভাটা।
মিয়ার খুবই বুদ্ধি মাথায়
আঁতাত করে বন্ধু পাতায়
চাষের জমি বাসের জমি
চারণভূমি ঘাসের জমি
দখল করে একচেটিয়া
জানায় হেসে টাটা;
যেথায় সেথায় উঠছে গড়ে
অবৈধ ইটভাটা।
সুস্থভাবে বাঁচতি চাই;
আমরা ওদের শাস্তি চাই।
সূত্র (চুয়াডাঙ্গায় অবৈধ ইটভাটা মালিকের জরিমানা)
০৮.০২.২০১৮