অপসাংস্কৃতি রুখে দাঁড়াতে আদি সাংস্কৃতির চর্চা করতে হবে

দর্শনা আকন্দবাড়িয়ায় ৪ দিনব্যাপী বাউল মেলা উদ্বোধনকালে বক্তারা

 

দর্শনা অফিস: দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে প্রতি বছরের মতো এবারো শুরু হয়েছে ৪ দিনব্যাপী বাউল ও লোকজ উৎসব। আকন্দবাড়িয়া কেরুজ মাঠে ৪ দিনের এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায়। উদ্বোধন সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। উদ্বোধন করেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। আলোচনা করেন, দর্শনা কাস্টমস সার্কেলের রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল চৌধুরী, রহমতুল্লাহ, স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ ম-ল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অপসাংস্কৃতির রোষানলে পড়ে যুবসমাজ আজ অবক্ষয়ের পথে এগিয়ে যাচ্ছে। তাই বাংলার আদি সাংস্কৃতিকে বুকে ধারণ করে অপসাংস্কৃতি রুখতে এ ধরণের আয়োজন বেশি বেশি করে করতে হবে। সাংবাদিক রেজাউল করিম লিটনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন, পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ধীরু বাউল। পরে ধীরু বাউলের গানের মধ্যদিয়ে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। এবারের বাউল মেলায় প্রতিবারের মতোই বিভিন্ন স্টলে সাজিয়ে তোলা হয়েছে।

Comments (0)
Add Comment