অত্যাচার

আহাদ আলী মোল্লা

চোর ডাকাতের দাপট বেশি
তাদের প্রতি সাপোর্ট বেশি
দেয় কারা
রাস্তাঘাটে লুটেপুটে নেয় কারা
তাদেরই খোঁজ করতে হবে
কায়দা রকম ধরতে হবে।

রাতবিরাতে রাস্তা সড়ক দখল কাদের
এই কারণে পদে পদে ধকল কাদের
যাচ্ছে
গরম দুধের সর তুলে কে খাচ্ছে
এসব কিছু জানতে হবে
দোষী হলেই বানতে হবে।

চোর ডাকাতের অত্যাচারে
আমরা সবাই নাকাল,
বিপদ যেথায় খুব সেখানে
হয় পুলিশের আকাল।
সূত্র: (সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে গাছ ফেলে ডাকাতি)

Comments (0)
Add Comment