স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারী ইন্তেকাল করেছেন। (ইন্না,,,,, রাজেউন)। আজ বুধবার সকার পৌনে ৮ টার দিকে তিনি তার হকপাড়াস্থ বাড়িতে ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। সূত্র বলেছে কয়েকদিন ধরে শ্বাস কষ্টও ছিলো। তবে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীসহ পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।