মেহেরপুরে নতুন ১২ করোনা পজেটিভ সনাক্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘন্টায় মেহেরপুরে আরো ১২ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্য ১৬৫ জন। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে রয়েছেন মেহেরপুর সদর উপজেলার একজন, গাংনী উপজেলার ৮ জন ও মুজিবনগর উপজেলায় ৩ জন। গতরাত (বুধবার) সাড়ে ৮ টার দিকে সিভিল সার্জন ডা. মো. নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে গতরাতে নতুন প্রাপ্ত ২৬ জনের ফলাফল মেহেরপুর পৌঁছে। যার মধ্যে ১২ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ২৭২ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। জেলায় এ পর্যন্ত মোট ৪৫৭ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ২৮১ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ১১ জন। বাকি ১৬৫ জন লকডাউনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে সদরে ৯৮ জন, গাংনীতে ৪৭ জন এবং মুজিবনগরে ২০ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শ ‘সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন। নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন। মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন। সতর্ক থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন’।

 

Comments (0)
Add Comment