মেহেরপুরের রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বারাদী প্রতিনিধি: ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ইকরামুল হোসেন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পলাশ হোসেন (২৬) নামের আরেক কৃষক। গতকাল বুধবার বিকেল তিনটার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ইকরামুল রাজনগর গ্রামের বেলেপাড়ার এনামুল হকের ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, বাড়ির পার্শ্ববর্তী মাঠে কপি আবাদের জন্য জমি প্রস্তুত করছিলেন একরামুল ও বকুলসহ কয়েকজন কৃষক। বিকেল ৪টার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। মাঠ থেকে বাড়ি পৌঁছুনোর আগেই বজ্রপাতের শিকার হন তারা। বজ্রাঘাতে ঘটনাস্থলেই ইকরামুলের মৃত্যু হয়। আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান।

Comments (0)
Add Comment