মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে বিয়ের গাড়িতে ডাকাতির ঘটনায় একজনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। ১২জুলাই দিবাগত রাতে ডাকাতি হয়।
জানা গেছে, মহেশপুর শহরের নারান হালদারের ছেলে তাপস হালদার মেহেরপুর জেলার আমঝুপি থেকে বিয়ে করে বরযাত্রী সহ ৩টি মাইক্রোযোগে বাড়ি ফিরছিল। রাত দেড়টার সময় বোয়ালিয়া কুলতলা নতুন বাজার নামক স্থানে পৌছালে ১০/১২ জনের একটি ডাকাত দল রাস্তায় বেরিকেড সৃষ্টি করে বিয়ের গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা, কনে ও বরের বোনের কাছ থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ২০টি টাচ মোবাইল ছিনিয়ে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়। যার নং-২৮ তারিখ-১৪/৭/২০ইং।
মহেশপুর থানার ওসি(তদন্ত) রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির ঘটনায় সংশ্লিষ্ট থাকার কারণে বোয়ালিয়া গ্রামের ্আনার উদ্দিনের ছেলে নাজমুলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে ডাকাতির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।