মেহেরপুর অফিস: মেহেরপুরে হেরোইনসহ মাসুদ পারভেজ (৪৬) ও সেলিম রেজা নান্টু (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। আটক মাসুদ পারভেজ মেহেরপুর শহরের মুখার্জীপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে এবং সেলিম রেজা নান্টু হালদারপাড়ার আরশেদ আলী কবিরের ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে জেলার বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ ও নান্টুকে ১২ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ধারালো দা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আরও চারটি মাদক মামলা আছে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।