সরোজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট’র আয়োজনে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ জনতা ইঞ্জিনিয়ারিং’র সার্বিক সহযোগিতায় যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ) প্রকল্পের অর্থায়নে কৃষি যন্ত্রচালনা মেরামত ও রক্ষণাবেক্ষণের ২দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় সরোজগঞ্জ জনতা ইঞ্জিনিয়ারিং কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট-এর ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. একেএম সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট’র পরিচালক (প্রশাসন ও সাধারন পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউ ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান দেওয়ান, বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক আমীন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের আলীমুল এহছান, বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী সমিতির সাধারণ সম্পাদক ও জনতা ইঞ্জিনিয়ারিং চেয়ারম্যান হাজি ওলিউল্লাহ। অনুষ্ঠান শেষে অতিথিগণ জনতা ইঞ্জিনিয়ারিং কারখানা ও ওয়ারহাউজ পরিদর্শন করেন।