দামুড়হুদায় সরকারের অনুমতিপত্র ছাড়াই ডায়গনস্টিক পরিচালনা করার অভিযোগ
দামুড়হুদা ব্যুরো: স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ আল মদিনা ডায়গনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ডায়গনস্টিক সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দেন। তিনি ডায়গনস্টিক সেন্টারটি সিলগালা করার পর দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মকবুল হোসেনের নিকট ডায়গনস্টিক সেন্টারের চাবি হস্তান্তর করেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স ছাড়াই প্রায় এক বছর ধরে ডায়গনস্টিক সেন্টারটি চলছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে উপজেলার যে সকল ডায়গনস্টিক সেন্টারের তালিকা আছে সেই তালিকায়ও এ প্রতিষ্ঠানটির নাম অর্ন্তভুক্ত নেই। ফলে ডায়গনস্টিক সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করে দেয়া হলো। স্বাস্থ্য অধিদফতরের অনুমতিসহ প্রয়োজনীয় সকল প্রকার শর্তপূরণের পরই ডায়গনস্টিক সেন্টারটি খুলে দেয়ার ব্যবস্থা করা হবে। মানবিক কারণে জেল/জরিমানা করা হয়নি বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মকবুল হোসেন, দামুড়হুদা মডেল থানার এএসআই হায়দার আলী, উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী জিহন আলী।