রাশিয়ায় একরাতে ২৮ ড্রোন ভূপাতিত : চাপে ইউক্রেন

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একরাতে ২৮টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান (ড্রোন) ভূপাতিত করেছে। বুধবার রাতে এসব ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সংবাদ সংস্থা টিএএসএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বুধবার দিবাগত রাতে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ১৩টি আজভ সাগরের উপরে, ৮টি রোস্তভ অঞ্চলে, ৬টি ক্রাসনোদার অঞ্চলে এবং ১টি আস্ত্রাখান অঞ্চলে ধ্বংস করা হয়। রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা ও প্রতিহত করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বশেষ এই ড্রোন হামলা প্রতিহত করার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলের একটি বহুতল ভবনে ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।