যশোর প্রতিনিধি: যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল মামুন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে স্টেডিয়ামপাড়ার আবুল বাশারের ছেলে। সন্ধ্যা ৭টার দিকে যশোর স্টেডিয়ামের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। যশোর কতোয়ালি থানার ওসি অপারেশন আবু হেনা মিলন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাকে ছুরিকাঘাত করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সাত আটজনের নাম পাওয়া গেছে। জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে আছে।’