মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বিএম আহসান হাবিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকার কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মেহেরপুর সদর থানা পুলিশের ওসি শাহ দারা খান জানান, মেহেরপুর সদর থানায় কর্মরত অবস্থায় তিনি কিডনি ও ডায়াবেটিক রোগে আক্রান্ত হন। পরে তিনি ঢাকার ধানমন্ডি কিডনি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এসআই বিএম আহসান হাবিব সাতক্ষীরা জেলার কলারোয়া থানার খোর্দ্দ গ্রামের মৃত আজহারুল হকের ছেলে। তিনি গত ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর মেহেরপুর সদর থানায় যোগ দেন। তার মৃত্যুতে মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সদর থানার ওসি শাহ দারা খানসহ মেহেরপুর পুলিশ কর্মকর্তা ও সদস্যরা শোক প্রকাশ করেছেন।