মেহেরপুরে মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হাবিবুর রহমান ও আখতারুজ্জামান তুহিন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে ৭ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার হাবিবুর রহমান কুষ্টিয়ার মিলপাড়ার আব্দুল হাইয়ের ছেলে এবং আখতারুজ্জামান তুহিন একই এলাকার মহিউদ্দিনের ছেলে।

 

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের পরিদর্শক মেজবাউর আহমেদের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডুসহ সঙ্গীয় ফোর্স কাজিপুর এলাকায় অভিযান চালান। এসময় আক্তারুজ্জামান তুহিন ও হাবিবুর রহমানকে গ্রেফতার করেন এবং তাদের নিকট থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Comments (0)
Add Comment