মেহেরপুরে বিদ্যুতস্পৃষ্টে হয়ে কৃষকের মৃত্যু

মেহেরপুর অফিস: মেহেরপুরের আমদহ ইউনিয়নের রায়পুরে বিদ্যুতস্পৃষ্টে কৃষক সরফুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষক সরফুদ্দিন রায়পুর গ্রামের দীঘিরপাড়ার মৃত আফসার মড়লের ছেলে।
আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম জানান, ২ সন্তানের জনক কৃষক সরফুদ্দিন নিজের ফসলের ক্ষেতে পানি দিতে বৈদ্যুতিক মোটর থেকে পানি নিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সরফুদ্দিন ছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ও রায়পুর জামে মসজিদের সেক্রেটারি। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Comments (0)
Add Comment