স্টাফ রিপোর্টার: কড়াকড়ি নেই আগের মতো। স্বাস্থ্যবিধি মানায়ও ঢিলেঢালা ভাব। বাধ্যতামূলক হলেও মাস্ক পড়তে অনীহা সাধারণ মানুষের। এ অবস্থায় মেহেরপুরে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আজ জেলায় নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত।
রোববার রাতে সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, মেহেরপুরে নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত একজনই সদর উপজেলায় বাসিন্দা।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেহেরপুর সদর ২৭ জন, গাংনী উপজেলায় ১১ জন ও মুজিবনগর উপজেলায় ২ জনসহ বর্তমানে সর্বমোট ৪০ জন করোনা রোগী রয়েছে। এ পর্যন্ত জেলায় সম্পূর্ণ সুস্থ হয়ে ৭০৬ জন বাড়ি ফিরেছে। এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। নতুন করে করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন।