মেহেরপুরে নতুন একজন করোনা চিহ্নিত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিকে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বর্তমান সংখ্যা ২৫ জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১১ জনের রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৬০৪ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৭২ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৭৬ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩০১ জন, গাংনী উপজেলায় ২০৮ জন এবং মুজিবনগর উপজেলায় ৬৭ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ২৫ জনের মধ্যে সদরে ১৩ জন, গাংনীতে সাত জন এবং মুজিবনগরে পাঁচজন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৫৪ জন। যার মধ্যে সদর উপজেলার ৪০ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।

 

Comments (0)
Add Comment