স্টাফ রিপোর্টার: মেহেরপুর জেলা সদরের রাধাকান্তপুরের সম্্রা বাহাদুর নামের ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতপরশু রাত সোয়া ৩টার দিকে র্যাব’র হাতে ধরাপড়ে সে। তার বিরুদ্ধে জঙ্গি হামলা মামলা রয়েছে। র্যাব বলেছে, গ্রেফতারকৃত স¤্রাট বাহাদুর আল্লার দল নামের একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য।
জানা গেছে, র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ এপ্রিল ২০২০ তারিখ রাত ০৩:১৫ ঘটিকার সময় মেহেরপুর জেলার সদর থানাধীন রাধাকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর সক্রিয় সদস্য মোঃ স¤্রাট বাহাদুর (২৩) ধরাপড়ে। সে রাধাকান্তপুরের মো, মোসাদ আলীর ছেলে। র্যাব বলেছে, গ্রেফতারকৃত আসামী চুয়াডাঙ্গা সদর থানার জঙ্গি মামলা নং-৫৯ তারিখ ২৯/১১/১৯ ধারা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত/১৩) এর ৮/৯ এর পলাতক আসামী
র্যাব আরো জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রায় ০২ বছর পূর্বে মেহেরপুরের নিমতলা মার্কেটে একটি কসমেটিক্সের দোকানে সোহেল আবাবিল, আল্লাহর দলের যুগ্ম জেলা, ঝিনাইদহ এর নিকট হতে আল্লাহর দলের সদস্য হওয়ার দাওয়াত পেয়েছিল। আল্লাহর দল একটি “নিষিদ্ধ ঘোষিত সংগঠন” যার মুল নেতা মতিন মেহেদী। পরবর্তীতে র্যাব কর্তৃক পূর্বে গ্রেফতারকৃত আসামী মোঃ রবিউর ইসলাম টুটুল, আল্লাহর দলের সহ বিভাগ, মেহেরপুর জেলার নিকট হতে একই দাওয়াত পাওয়ায় সে আল্লাহর দলের একজন সক্রিয় সদস্য হয়। স¤্রাট শিক্ষিত এবং চালাক হওয়ায় টুটুল তাকে গ্রাম নায়েক পদে নির্বাচিত করেন। স¤্রাট দীর্ঘ দিন ধরে আল্লাহর দলের গোপন বৈঠকগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিল। এছাড়াও আল্লাহর দল মেহেরপুর জেলার সকল সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদা উঠানোয় সমন্বয়কের দায়িত্ব পালন করে এবং সে নিজেও নিয়মিত ভাবে মাসিক চাঁদা প্রদান করে। দীর্ঘদিন সে পলাতক ছিল।