মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মেহেরপুর অফিস ঃ মেহেরপুর-উজুলপুর সড়কে দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় মারা গেছে ৮ বছরের শিশু জাকারিয়া। গতকাল বুধবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। নিহত জাকারিয়া উজুলপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান- ঘটনার সময় মেহেরপুর থেকে উজুলপুরের দিকে যাচ্ছিল একটি দ্রুতগামী ইজিবাইক। ওই সময় জাকারিয়া রাস্তা পার হচ্ছিল। এতে ইজিবাইকের ধাক্কায় সে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।

Comments (0)
Add Comment