মেহেরপুরের বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা কে.এম আতাউল হাকিম লাল মিয়ার ইন্তেকাল

মেহেরপুর অফিস: মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া আজ রোববার (৬ সেপ্টম্বর) সকাল ৭-৪০ মিনিটে মেহেরপুর হোটেলবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে——-রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর ভাতিজা স্বপন আরো জানিয়েছেন- আজ বাদ আসর মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। এর আগে মেহেরপুর প্রশাসনের পক্ষ থেকে তাঁর লাশে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে।

তাঁর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সহ মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মেহেরপুরের বিশিষ্ট জনেরা শোক প্রকাশ করেছেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Comments (0)
Add Comment