কালীগঞ্জ প্রতিনিধি: মা ছেলে এক সাথে চুরি করে? বিশ্বাস করাও কঠিন। অবিশ্বাস্য এই ঘটনারই প্রমাণ মিলেছে বলে দাবি করেছে ঝিনাইদহের কালীগঞ্জে থানা পুলিশ। কম্পিউটার চুরির অভিযোগে শনিবার রাতে মা ছেলেকে গ্রেফাতর করেছে পুলিশ। এদের নিকট থেকে নগদ ৭৪ হাজার টাকা, ৬টি সেলফোনসহ বেশ কিছু সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মা ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নিশ্চিন্তপুরের পলাশ মণ্ডলের ছেলে জনি মণ্ডল ও তার মা ময়না বেগম।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মতলেবুর রহমান জানান,গত ৯ জুন রাতে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকার শিপন কম্পিউটারে চুরি সংঘটিত হয়। এ ঘটনায় শনিবার রাতে কালীগঞ্জ পুলিশের একটি চৌকস দল মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে নিশ্চিন্তপুর এলাকার মা ছেলেকে আটক করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য মিলেছে। রোববার (২১ জুন)) আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানোর প্রক্রিয়া করা হচ্ছে।