মারা গেলেন বাংলাদেশ মুসলীগ লীগ সভাপতি কামরুজ্জামান খান

স্টাফ রিপোর্টার: ২০ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল’র সভাপতি এইচএম কামরুজ্জামান খান খসরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। গতকাল সোমবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার বাসায় তিনি মারা যান।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এইচএম কামরুজ্জামান খান খসরু পূর্ব পাকিস্তানের সাবেক গর্ভনর আব্দুল মোনায়েম খানের দ্বিতীয় পুত্র ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
আজ মঙ্গলবার বাদ জোহর বনানী কবরস্থানের পাশে অবস্থিত পারিবারিক মসজিদে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

Comments (0)
Add Comment