মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে অপহৃত নবম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম পুরন্দপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মুন্সীর বখাটে ছেলে নাজিম (২৩) দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করাসহ বিয়ের প্রলোভন দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। মেয়ে অপহরণের ঘটনায় তার বাবা বখাটে নাজিমসহ তার সহযোগীদের বিরুদ্ধে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সরজিত রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার বারমাসিয়া ব্রিজের কাছে একটি বাসের ভেতর থেকে অপহরণকারী নাজিমকে গ্রেফতার করে। এ সময় অপহৃত স্কুল ছাত্রীটিকেও উদ্ধার করে পুলিশ।