ভারতে মহারাষ্ট্রের নাসিকে একটি হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্কারে ফুটো হয়ে অক্সিজেন সরবরাহ আধাঘণ্টা বন্ধ হওয়ায় চরম খেসারত দিতে হেয়েছে। সেখানে ভর্তি কোভিড -১৯ আক্রান্ত অন্তত ২২ জন রোগী মারা গেছে। বুধবার নাসিক নগরীর জাকির হুসাইন হাসপাতালে খালি হয়ে যাওয়া একটি অক্সিজেন ট্যাঙ্কার পুনরায় ভর্তি করার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ কী এবং কেন রোগীদের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট আইসিইউর ভেন্টিলেটরে থাকা রোগীদের অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। নগরীর পৌর কমিশনার কৌলাশ যাদব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। হাসপাতালে অক্সিজেন সরবরাহ ফুরিয়ে যেতে শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ খালি হওয়া ট্যাঙ্কার ফের ভর্তি করার জন্য নতুন ট্যাঙ্কার চেয়ে পাঠিয়েছিলেন। ভারতজুড়ে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ লাগামহীন গতিতে ছুটে চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ২,০২৩ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন আরো দুই লাখ ৯৫ হাজার ৪১ জন। ফলে সারা দেশে সব হাসপাতালে অক্সিজেনের চাহিদা অস্বাভাবিক রকম বেড়ে গেছে।
ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যেসব রাজ্যের অবস্থা সব থেকে খারাপ, মহারাষ্ট্র সেই তালিকায় এক নম্বরে রয়েছে। অন্যান্য রাজ্যের হাসপাতাল থেকেও অক্সিজেন সরবরাহ শেষ হয়ে যাওয়ার খবর আসছে।