দর্শনা অফিস: আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবিলত হওয়ায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে জমকালো আয়োজন না থাকলেও দর্শনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বন্যার্তদের জন্য দোয়া প্রার্থনা করা হবে দলীয় কার্যালয়ে। গতকাল শনিবার বিকেলে দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন ও দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুনের নেতৃত্বে কেরুজ বাজার মাঠ থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। দর্শনা পৌর শহরের সবকটি ওয়ার্ড প্রদক্ষিণ শেষে রেল বাজারের বটতলায় অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত সভা। দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহ মুকুলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন, দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন। উপস্থাপনা করেন দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন।