কোটচাঁদপুর প্রতিনিধি: বাসের ধাক্কায় প্রাণ গেলো কোটচাঁদপুর পৌর শহরের সবুজ ইসলাম (৩২) নামের এক যুবকের। গতকাল শনিবার রাত ৯টার দিকে যশোরের খয়ের তলায় এ দুঘটনা ঘটে।
জানা যায়, কোটচাঁদপুর পৌর শহরের বলুহর বাসস্ট্যান্ডের শহিদুল ইসলামের ছেলে সবুজ। পেশায় একজন ইলেট্রনিক্স সামগ্রী নির্মাতা। তিনি বেশ কিছুদিন ইলেট্রনিক্স সামগ্রী তার কারখানায় উৎপাদন করতেন। এবং ওই সামগ্রী নিজেই বাজারজাত করতেন। শনিবার নিজের তৈরি সামগ্রী যশোরে ডেলিভারী দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খয়ের তলা এসে পৌঁছুলে পেছন দিক থেকে তাকে বাস এসে ধাক্কা দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ যশোর হাসপাতালের মর্গে রয়েছে। সবুজ পারিবারিক জীবনে এক কন্যা সন্তানের জনক।