দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ উদ্ভিদ সংগ নিরোধ অফিসের কৃষি বিভাগের সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই তারিফুজ্জামান, এএসআই আবু বক্কর সিদ্দিক ও মারুফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ মোড়ে। পুলিশ ওই মোড় থেকে গ্রেফতার করেছে পাবনা সদর উপজেলার সুজানগর গ্রামের ওসমান গণি সরদারের ছেলে দর্শনা সংগ নিরোধ অফিসের কৃষি বিভাগের সাইদুল ইসলামকে (৪০)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সাইদুলের ব্যবহৃত মোটর সাইকেল থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এসআই তারিফুজ্জামান বাদি হয়ে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছেন সাইদুলের বিরুদ্ধে।