মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সোমবার (২৯ জুন) সকালে করাচিতে এ ঘটনা ঘটে। হামলা বানচাল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪ নিরাপত্তা প্রহরী ও একজন পুলিশের উপপরিদর্শক। এছাড়া একজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন। তবে হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪ হামলাকারীকে গুলি করে হত্যা করেন।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা গ্রেনেড ও অটোমেটিক রাইফেল নিয়ে সজ্জিত ছিল। স্থানীয় সময় সকাল ১০টার একটু আগে তারা গ্রেনেড ব্যবহার করে আক্রমণ শুরু করে, তারপর পাকিস্তান স্টক এক্সচেঞ্জের প্রবেশ পথে গুলি চালায়। তারা ভবনে প্রবেশের চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করে। সিন্ধু রেঞ্জার্স জানিয়েছে, হামলার পরপরই পুলিশ ও রেঞ্জার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চার হামলাকারীকে হত্যা করে। ওই এলাকায় এখনও অভিযান চলছে। হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।