মাথাভাঙ্গা মনিটর: ইসলামিক বিশ্বে নারীশিক্ষা বিষয়ক বৈশ্বিক এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। গতকাল শনিবার তিনি জানিয়েছেন, জন্মভূমি পাকিস্তানে ফিরে আসতে পেরে তিনি ‘অভিভূত’। ২০১২ সালে স্কুলছাত্রী মালালাকে পাকিস্তানি তালেবানরা গুলি করেছিল। এরপর তিনি বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার পর মাত্র কয়েকবার তিনি দেশে আসেন। রাজধানী ইসলামাবাদে সম্মেলনে পৌঁছে তিনি বলেন, পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও আনন্দিত। শনিবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুই দিনব্যাপী এ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন। আজ রোববার সম্মেলনে ইউসুফজাইয়ের ভাষণ দেয়ার কথা রয়েছে।