মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ বাজারের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আতিকুর রহমান দিপু (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………..রাজেউন)। গত রোববার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। তিনি নীলমনিগঞ্জ বাজারের মৃত মাহবুবুর রহমানের ছোট ছেলে। তিনি ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে নীলমনিগঞ্জ বাজার কবরস্থানে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মরহুমের জানাজায় এলাকার রাজনৈতিক ও বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শরিক হন। মরহুমের আত্মার শান্তির মাগফেরাত কামনায় পরিবারের লোকজন সকলের নিকট দোয়া চেয়েছেন।