নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আইনাল হকের ইন্তেকাল

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মইনুল হক অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

জানাগেছে, গতকাল শুক্রবার দুপুরে ১ টার দিকে উপজেলার বোয়ালমারী গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ২ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মাগরিবের নামাজের পর বোয়ালমারি গ্রাম্য কবরস্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। শিক্ষক আইনাল হক নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৭৪ সালে যোগদান করে ২০১৫ সালে অবসরে যান। শিক্ষক আইনাল হক বোয়ালমারি গ্রামের মৃত সুরাত আলীর ছেলে। তিনি বোয়ালমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তার মৃত্যুতে নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মালেক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Comments (0)
Add Comment