স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় সন্তোষজনক বৃষ্টি হলেও চুয়াডাঙ্গাসহ পাশর্^বর্তী এলাকায় রোববার তেমনটি হয়নি। মাঝে মাঝে মেঘের ঘণঘটার সাথে সাথে হালকা বৃষ্টি হলেও ভ্যাপসা গরম রয়েছেই। এর মাঝে আবহাওয়া অধিদফতর রোববার দেয়া পূর্বাভাসে বলেছে, দেশে বৃষ্টিপাতের প্রবনতা আর বৃদ্ধি পেতে পারে। তাবে দেশে দিনের তাপমাত্রা একই রকম থাকতে পারে। রাতে সামান্য কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় বিরাজ করছে। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথায় বিক্ষিপ্তভাবে মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে। ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সিলেটে ৩৭ দশমিক ৭ ও সর্বনি¤œ রাঙ্গামাটি ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩১ দশমিক ৮ ও সর্বনি¤œ ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অধিদফতর। রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ঢাকার নিকলি ৪৩ মিলিমিটার। চুয়াডাঙ্গায় রোববার সারা দিনে বৃষ্টি হয়েছে মাত্র ৭ মিলিমিটার। কুষ্টিয়ার কুমারখালীতে গতকালও ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।