দামুড়হুদা বাস্তুপুরের সখিনা ফেনসিডিলসহ গ্রেফতার

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদার পুরাতন বাস্তপুর গ্রামের সখিনা খাতুনকে (৫৫) মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করে।  পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক ইমাম মোর্তুজা রাজীব সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানাধীন পুরাতন বাস্তুপুর গ্রামস্থ রফিকের বাড়িতে অভিযান চালান। ওই সময় রফিকের বাড়ির শয়নকক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার শেষে সখিনা খাতুনকে (৫৫) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সখিনা খাতুনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments (0)
Add Comment