মাথাভাঙ্গা অনলাইন: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের সীমান্তবর্তী চাকুলিযা গ্রামের মাঠে বজ্রপাতে নান্নু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাত ঘটলে সে মারা যায়। নিহত নান্নু মিয়া চাকুলিয়া গ্রামের আনারুলের ছেলে।
কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নান্নু মিয়া গ্রামের গাছান মাঠে কৃষি কাজ করছিল। এসময় দুপুরে মুসলধারে বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সে মারা যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে নান্নু ও তার পিতা মাঠে গেলে বজ্রপাতে নান্নুর মৃত্যু হয়।