চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে উনিয়া বাসফোড় (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। দর্শনা হরিজন পট্টির সামনে মঙ্গলবার দুপুর এক টার এই দুর্ঘটনা ঘটে। উনিয়া বাসফোড় দর্শনা হরিজন পট্টির মৃত নরেস বাসফোড়ের স্ত্রী।
প্রত্যক্ষদশীরা জানায়,বৃদ্ধা হরিজন পট্টির সামনে দাড়িয়ে ছিল।এসময় দর্শনা রেল ইয়ার্ড থেকে আর কে ট্যান্সপোর্ট এর ভুট্টা বোঝায় ট্রাক নং ঢাকা মেট্রো-চ-২০-৪৭১৭ বাসষ্ট্যান্ড অভিমুখে যাওয়ার সময় হরিজন পট্টির সামনে পৌছায়। এসময় মৃগে রোগি উনিয়া বাসফোড় রাস্তার উপর পড়ে গেলে চলন্ত ট্রাকের পিছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই সে মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।