দামুড়হুদার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আনছার আলীর দাফন সম্পন্ন

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ও দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলামের পিতা আনছার আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় দামুড়হুদার নতুন হাউলী গ্রামের কবরস্থান ময়দানে জানাজা নামাজ শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজা নামাজ পড়ান দামুড়হুদা উপজেলা মসজিদের ইমাম গফুর মওলানা। জানাজা নামাজে অংশগ্রহণ করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, হাউলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন আ.লীগের সভাপতি আলি আহম্মেদ সোনা, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য শরিফ উদ্দিন দুদুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

 

Comments (0)
Add Comment