দামুড়হুদার প্রতাবপুরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সামাদুল হক। গতকাল শনিবার দুপুরে দর্শনা-মুজিবনগর মহাসড়কের প্রতাপপুরে এ ঘটনাটি ঘটে। নিহত সামাদুল উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আহাদ আলির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের সুজাউদ্দীন ইজিবাইক নিয়ে দর্শনায় যাওয়ার সময় প্রতাপপুর পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় চলন্ত ইজিবাইকের ধাক্কায় সামাদুল রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। তিনি বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।