কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরে অগ্নিকান্ডে রান্নাঘরসহ গোয়ালঘর ভস্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সন্ধা ৭ টার দিকে কুতুবপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে মোস্তফার রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে রান্নাঘরসহ গোয়ালঘর পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের সময় দুটি বড় গরু বেঁচে যায়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই মেজবাহুর রহমান এবং পল্লি বিদ্যুতের সদস্যরা ছুটে আসেন।