স্টাফ রিপোর্টার: দর্শনা শ্যামপুরের নাজমুলকে ইয়াবাসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে তাকে দর্শনা শ্যামপুর বিজিবি ক্যাম্প মোড়ের নিকটস্থ স্থান থেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১শ ৭০ পিচ ইয়াবাসহ একটি সিমসহ মোবাইলফোন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে র্যাব জানিয়েছে র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিকদল বৃহস্পতিবার বিকেলে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা শ্যামপুরের বিজিবি ক্যাম্পের অদূরবর্তী সড়কের ওপর থেকে আটক করা হয় নাজমুল ইসলামকে (২৮)। সে শ্যামপুরের আশাদুল হকের ছেলে। তাকে মাদক মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।