আলমডাঙ্গা ব্যুরো: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক কন্ট্রাকশন অফ ১৩২/৩৩ কেভি ও ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন জোয়ার্দ্দারকে নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব ইয়াসমিন বেগমের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৭৯ তম বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে কোম্পানির নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন জোয়ার্দ্দারকে ডিপিডিসি লিমিটেড এর চাকরি বিধি মোতাবেক নিয়োগের তারিখ থেকে ০১ (এক) বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। প্রসঙ্গত, প্রকৌশলী গিয়াস উদ্দিন জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের সন্তান।