ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের মধুপুর চৌরাস্তা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ওই ব্যক্তি মাগুরা থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছুলে মাগুরাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।