ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ জন। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকালে খুলনা পিসিআর ল্যাব থেকে ঝিনাইদহে মোট ১৪টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৪টি পজেটিভ। আক্রান্তদের মধ্যে দুজন সদরে এবং দুজন হরিণাকু-ু ও কোটচাঁদপুরে। তাদেরকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত ৫৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন।