মাথাভাঙ্গা অনলাইন: ঝিনাইদহে নতুন করে ৩ চিকিৎসক ও ৪ স্বাস্থ্যকর্মীসহ আরও ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ও মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ তথ্যটি নিশ্চিত করেন। এ নিয়ে গত চার দিনে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ জনে। মেডিকেল অফিসার জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ২৩ টি নমুনার মধ্যে ৮ টির ফলাফল পজেটিভ এসেছে। এদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ, শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সর ডেন্টাল সার্জন ও তিন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন,কালীগঞ্জে ১ জন স্বাস্থ্যকর্মীসহ ২ জন এবং কোটচাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক একজন মেডিকেল অফিসার রয়েছেন। । তিনি বলেন, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত চারদিনে আক্রান্তের সংখ্যা ২১ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪ জনই স্বাস্থ্য বিভাগের । তিনি জানান, আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।