ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়ার রেহেনা সুলতানাকে পুরুষ বানিয়ে ছেড়েছে ঝিনাইদহ পৌরসভা। ঝিনাইদহ পৌরসভা থেকে দেয়া ডিজিটাল জন্ম নিবন্ধনে দেখা গেছে লিঙ্গের ঘরে লেখা আছে পুরুষ। গত ৪ এপ্রিল ঝিনাইদহ পৌরসভার সচিব নুর মোহাম্মদ ও স্যানিটারি ইন্সপেক্টর শংকর নন্দি সাক্ষরিত জন্ম সনদে এই ভুল রয়েছে। শংকর নন্দি জন্ম নিবন্ধন সনদে যাচাইকারী হিসেবে সাক্ষর করেন। এতো বড় ভুলের পর তিনি কি যাচাই করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে রেহেনা সুলতানা জানান, তিনি এখন এই সনদটি সংশোধন করার জন্য প্রতিনিয়ত পৌরসভায় আসছেন।