ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরের একটি পুকুর থেকে দুই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের মুকুল হোসেন নামের এক ব্যক্তির পুকুর থেকে লাশ করা হয়।
শিশু দুজনের মধ্যে একজন কোটচাঁদপুর উপজলোর বলুহর গ্রামের ঢালীপাড়ার বাহাদুর আলীর ছেলে। তার নাম জাকির হোসেন চঞ্চল। বয়স ১০ বছর। পর শিশু কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামরে ফোরকান আলীর ছেলে। তার নাম মহসিন আলী। এর বয়সও ১০ বছর। এরা কোটচাঁদপুরের রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ছিল। দু শিশুর লাশ উদ্ধারের পর এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষক মো. আকিমুল ইসলাম জানান, মাদ্রাসার মসজিদ নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ছাত্ররা পাশের পকুরে গোসল করতে যায়। বেলা ১টার দিকে ফিরে আসে তারা। বিকালে খেলা শেষে জাকির হোসেন চঞ্চল ও মহসিন আলী ফের ওই পুকুরে গোসল করতে যায়। এরপর তারা আর ফিরে আসেনি। পরে স্থানীয় দমকল বাহিনীকে খবর দেয়া হয়। গভীর রাত পর্যন্ত খোঁজ করা হয় তাদের। ভোর ৬টার দিকে ওই দুই ছাত্রের লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। এ বিষয়ে সংশ্লিষ্ট কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা গ্রহণ করা হয়েছে। জুতা নিতে গিয়ে এরা পুকুরে ডুবে মারা যেতে পারে বলেও ছাত্রদের মধ্যে কয়েকজন তথ্য দিয়েছে।