জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নকে ইয়োলো জোন ঘোষণা দেয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে কেডিকে ইউনিয়ন জীবননগর উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ভেতর সংখ্যার দিক থেকে এগিয়ে থাকায় ফরমুলা অনুযায়ী কেডিকে ইউনিয়ন ইয়োলো জোন হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানা জানা গেছে।
জীবননগর হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত বিভিন্ন দিক বিবেচনা করে সরকার দেশকে ৩টি ভাগে ভাগ করেছে। এগুলো হচ্ছে রেড জোন, ইয়োলো জোন ও গ্রীণ জোন। জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন রেড জোনের পরের স্থান ইয়োলো জোনের মধ্যে পড়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী কেডিকে ইউনিয়নকে ইয়োলো জোন হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।