জীবননগরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

 

মাহফুজ মামুন :

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উথলি রেল স্টেশনের অদুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

নিহত সফুরা খাতুন(৫১) জীবননগর উপজেলার উথলি গ্রামের মাঝেরপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার সকালে সফুরা খাতুন বাড়ি থেকে বের হয়ে উথলি রেল লাইনের ধারে ভেড়া চড়াতে যান। এ সময় কয়েকটি ভেড়া লাইনের উপর উঠে পড়ে। খুলনা থেকে চুয়াডাঙ্গাগামি আপ রুপসা একপ্রেস ট্রেনটি উথলি রেল স্টেশনে এলাকা অতিক্রম করছিল। ট্রেন দেখে ওই নারী লাইন থেকে ভেড়া গুলো নামাতে গেলে নিজেই কাটা পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment