জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় আরো দু’ করোনা রোগি শনাক্ত হয়েছে। নতুন দু’ করোনা রোগির একজন উপজেলার বাঁকা গ্রামের এক নারী (৩৫) ও অপরজন ধোপাখালী গ্রামের যুবক (২৫)। এরা ঢাকাতে চাকুরি করেন। ঈদের পূর্বে বাড়িতে ফেরার পর তাদের ভিতর করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়। এ নিয়ে এ উপজেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। এদের মধ্যে দুই জন সুস্থ হয়ে উঠেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব হতে রোববার ওই দু’ জনের করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়া যায়। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত বাঁকার গ্রামের নওদাপাড়ার আনোয়ারা খাতুন ও ধোপাখালী মাঠপাড়ার আশিকুর রহমানের বাড়ি লকডাউন করা হয়েছে। ঢাকা থেকে ফেরার পর হতে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।