জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল রোববার এ তিনজনের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে এ উপজেলার করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এর মধ্যে তিনজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
হাসপাতালসূত্রে জানা যায়, গতকাল পাওয়া নতুন ৩ করোনা রোগীরা হচ্ছেন জীবননগর পৌরসভার সুবলপুর গ্রামে একজন, সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে একজন ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা গ্রামে একজন। এ নিয়ে এখন পর্যন্ত জীবননগর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এর মধ্যে ৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে গেছেন। অন্যদের অবস্থা ভালো বলে জানা গেছে। জীবননগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট প্রাউইন জানান, নতুন আক্রান্ত ৩ জনই ঢাকা থেকে ঈদে বাড়ি ফিরেছেন। এর মধ্যে দুজন ঢাকা থেকেই করোনা ভাইরাস পজেটিভ নিয়ে বাড়ি ফেরেন। সুবলপুরের আক্রান্ত রোগী বাড়িতে থেকে মোবাইল ফোনে চিকিৎসা সেবা নিতেন।